শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
কেয়া পায়েল

মধ্যবিত্ত পরিবার নিয়ে

শোবিজ প্রতিবেদক

মধ্যবিত্ত পরিবার নিয়ে

মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বাস্তবতার বেড়াজালে ঘুরপাক খায়। তারা চাইলেই হাসতে পারে না, কাঁদতে পারে না। তাদের হাসতে হয় চিন্তা করে, কাঁদতেও হয় চিন্তা করে। বুকের ভিতর কান্না আর অনুভূতির পাহাড় বয়ে বেড়াতে হয়। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সন্তানটিকে মা-বাবা, স্ত্রী, বোনের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সাধ-আহ্লাদকে দিতে হয় জলাঞ্জলি। মধ্যবিত্ত জীবনে এরকম নানা টানাপোড়েন আর ট্র্যাজিক গল্প নিয়ে নির্মিত ‘একজন মধ্যবিত্ত বলছি’। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে নাটকটি। মাবরুর রশীদ বান্নাহর গল্প চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, মুশফিক আর. ফারহান ও মনিরা আক্তার মিঠু। আরও রয়েছেন জিল্লুর রহমান, রাশেদ এমরান, প্রীতি চৌধুরী প্রমুখ। বান্নাহ বলেন, ‘নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের বাস্তবতার রূপ তুলে ধরেছি। দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে এটি। তাদের এই অনুভূতির বহিঃপ্রকাশে জানাই কৃতজ্ঞতা।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর