রবিবার, ১৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভালো আছেন ফেরদৌস ওয়াহিদ

শোবিজ প্রতিবেদক

ভালো আছেন ফেরদৌস ওয়াহিদ

হাসপাতালে ভর্তি হয়েছেন পপ শিল্পী ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। তার মুঠোফোন থেকে একজন জানান, ‘এখন তিনি চিকিৎসকদের অবজারভেশনে আছেন। তবে আগের থেকে ভালো ও সুস্থ আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে সবার দোয়া করবেন।’ এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। ৬৯ বছর বয়সী এই সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। ১৯৫৩ সালের ২৬ মার্চ মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর থানায় জন্ম নেন ফেরদৌস ওয়াহিদ। তিনি প্রথম সিনেমায় প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামি হাজির’ সিনেমায়। সিনেমাটির নির্মাতার লেখা ও আলম খানের সুর-সংগীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন তিনি। ১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ‘ভয়ংকর বদমাশ’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেন তিনি। তারপর তার নিজের নির্মিত সিনেমা ‘কুসুমপুরের গল্প’তেও অভিনয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর