মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
পাভেল

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান

শোবিজ প্রতিবেদক

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান

পুরুষ-নারী দুই কণ্ঠে গান গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন চট্টগ্রামের ছেলে কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাভেল। প্রথমবারের মতো নিজের আঞ্চলিক ভাষায় গাইলেন এই গায়ক। ‘কমলা’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটি ব্যবহার করা হয়েছে রুবেল হাসান পরিচালিত ঈদের নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’-এ। গানটি প্রসঙ্গে পাভেল বলেন, ‘প্রথমবারের মতো চাটগাঁইয়া ভাষায় মজার একটা মৌলিক গান গাইলাম। চট্টগ্রামের একঝাঁক তারকা নিয়ে নির্মিত নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’-এ এটি শোনা যাবে। চাটগাঁইয়া ভাষার নাটক দেখার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন; আর আমি যেহেতু চট্টগ্রামের ছেলে তাই এই গানটি নিয়ে একটু বেশি এক্সসাইটেড। আশা করছি গান ও নাটক দুটোই সবাই উপভোগ করবেন।’

 

সর্বশেষ খবর