সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
বিশেষ সাক্ষাৎকার : মোশাররফ করিম

কাজ করতে গিয়ে অতৃপ্তও থাকি

কাজ করতে গিয়ে অতৃপ্তও থাকি

শীর্ষ অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরেই নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করছেন সদর্পে। এক সময় সরব ছিলেন মঞ্চে। সাবলীল অভিনয়ের কারণে দর্শকনন্দিত তিনি। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সামনে নতুন কিছু কাজেও ব্যস্ত হবেন।  তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন - পান্থ আফজাল

 

কেমন আছেন? ঈদের পর তো কলকাতা গিয়েছিলেন, কবে দেশে এলেন?

অনেক ভালো আছি। হুমম...ঈদের পর কলকাতায় গিয়েছিলাম। সঙ্গে জুঁই, ছেলে রায়ানও ছিল। ২১ জুলাই ঢাকায় ফিরে আসি।

 

কলকাতায় ঘুরতে নাকি কোনো কাজে গিয়েছিলেন?

ব্যক্তিগত কিছু কাজে গিয়েছিলাম। এরই মধ্যে কিছু চেনা মানুষের সঙ্গে দেখা ও আড্ডাও হয়েছে। সুন্দর সময় কেটেছে।

 

জেনেছি নতুন কিছু কাজ নিয়ে আলোচনা করেছেন সেখানে। মহানগর-২ নিয়ে কি?

আপাতত বলতে চাচ্ছি না। পরে এক এক করে সবই জানতে পারবেন।

 

ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র পর মণীশ বসুর ‘গু-কাকু’ সিনেমায় কাজ করেছেন। ওপার বাংলায় তাহলে নিয়মিত কাজ করবেন? 

২০২১ সালে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমা দিয়ে টলিউডে যাত্রা শুরু হয়েছে। এরপর তো মণীশ বসুর ‘গু-কাকু’। ভালো কাজ হলে ওপার বাংলায় কাজ করতে সমস্যা নেই।

 

‘অমানুষ’ দিয়ে দর্শককে কাঁদিয়েছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন?

সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম ‘অমানুষ’। গত ঈদে টিভিতে প্রকাশের পর এই ঈদে আরটিভি প্লাস অ্যাপ ও ইউটিউবে অবমুক্ত হয়েছে। ৯২ মিনিটের ওয়েব ফিল্ম। গল্পটা ভীষণ আবেগী। পাশাপাশি সুন্দর ও অর্থবহ সব ডায়ালগ রয়েছে। মনিরা মিঠু আমার মায়ের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের যত প্রশংসা করি ততই কম হবে।

 

‘মহানগর’, ‘দৌড়’ দিয়ে ওটিটিতে সাড়া ফেলেছেন। দর্শক প্রশংসা কেমন লাগে?

হইচই থেকে মুক্তি পাওয়া এ দুটি ওয়েব সিরিজই দুই বাংলার মানুষ পছন্দ করেছেন। ভালো কাজে সবাই প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। সামনে একটি কাজ নিয়ে আলোচনা চলছে, এটা অবশ্য চরকির কাজ।

 

জনপ্রিয়তা পাওয়ায় কিছু ওয়েব সিরিজ এখন সিক্যুয়ালও হচ্ছে। শিল্পী হিসেবে এসবে সন্তুষ্ট থাকতে পারেন?

অনেক কাজ করতে গিয়ে আমি অতৃপ্তও থাকি। সব কাজ যে আমাকে সেটিসফাইয়েড করে এমন তো নয়। আমি খুব টেকনিক্যাল উত্তর দিতেও রাজি নয় যে, সব সন্তান আমার কাছে সমান! সব সন্তান তার পিতা-মাতার কাছেও সমান হয় না। সেটা সন্তানের কারণেই হয় না। একেকজনের ধরন তো একেক রকম। আর আমি কখনো আমার কোনো কাজ নিয়ে গলা বড় করে কিছু বলিও না কখনো, এ ধরনের লজ্জা আমার আছে। তারপরও বেশকিছু কাজ করে আমিও সেটিসফাইয়েড।

 

‘বিলডাকিনী’ ও ‘গাঙকুমারী’ সিনেমা কী অবস্থায়?

দুটি কাজই ফজলুল কবীর তুহিনের। ভালো হয়েছে কাজ দুটি। তবে সবকিছু সম্পন্ন করে কবে মুক্তি পাবে সেটা নির্মাতাই ভালো বলতে পারবেন।

 

নাটকে চরিত্রের প্রয়োজনে গান গাইছেন। বহু বছর হলো গান লিখছেন না। কারণ কী?

বহু বছর হলো। সেই ছোটবেলায় লিখেছিলাম। তখন গানের কথাগুলো এমনিতেই মনের চিত্রপটে ধরা দিত। আহা, সেই সময়! তবে দলে থাকলে গান লেখা হতো। এখন তো হতে চায় না। এখন তো মিডিয়ায় ঢুকে ট্যাকার লাগি বন্দি হইয়া গেছি।

 

কবিতা নিয়ে বই বের করার ইচ্ছা হয় না?

অনেকেই বলে কিন্তু আমার লজ্জা লাগে। অনেক কবিতা লিখেছি এবং কিছু কবিতা পত্র-পত্রিকায়ও ছাপা হয়েছে। তবে আক্ষেপ, আমার কবিতাকে অন্যসব কবিদের লেখা কবিতার মতো মূল্যায়ন করা হয়নি। ‘তারকাদের কবিতা’ শিরোনামে কেন ছাপানো হবে!

 

টিভির জন্য এ পর্যন্ত কোনো নাটক লিখেছেন?

কোনো নাটক লেখাই শেষ করতে পারি নাই। লিখছি, ভালো লাগে নাই; সেটা আবার ছিঁড়ে ফেলে দিছি। একটি লিখছি- নাম ‘তালাক’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ডিপার্টমেন্ট আমার লেখা তিনটি নাটক করেছে।

 

নামনির্ভর নাটক কতটুকু প্রাসঙ্গিক?

প্রাসঙ্গিক কী, মাঝে মাঝে এক ধরনের জোয়ার আছে। এটা এক ধরনের বন্ধ্যত্ব! আমরা এখন এক ধরনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি। আমার নিজেরও এসব ভালো লাগে না, বিশ্বাস করেন!

 

ব্যক্তি মোশাররফ করিম আর ভাবি কেমন?

স্বপ্নচারী, ভুলোমনা! তবে জুঁই অনেক চটপটে। অনেক কাজ একসঙ্গে করতে পারে।

 

থিয়েটারে ফিরবেন কবে?

১৯ বছর ধরে থিয়েটার করি। থিয়েটার হলো শিকড়, ফিরতেই হবে।

 

অভিনয়, লেখালেখি, গান লেখা ও গাওয়া কিংবা বাদ্য বাজানোসহ অনেক কিছুতেই সিদ্ধহস্ত। নির্মাতা হওয়ার ইচ্ছা নেই?

নাহ, এখনো নির্মাতা হওয়ার ইচ্ছা নেই।

সর্বশেষ খবর