সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
মিঠুন চক্রবর্তী

উত্তম কুমারকে নিয়ে আফসোস

শোবিজ ডেস্ক

উত্তম কুমারকে নিয়ে আফসোস

খুব আফসোস মিঠুন চক্রবর্তীর। মাত্র একটি ছবি করেছেন উত্তম কুমারের সঙ্গে। আরও কয়েকটি ছবি যদি করতে পারতেন! ‘নায়ক’-এর মৃত্যুর ৪২ বছর পর তাঁকে নিয়ে বলতে গিয়ে সেই আক্ষেপই ভাগ করে নিলেন মিঠুন। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, সুপ্রিয়া দেবী, সোমা চৌধুরী আর মিঠুন। ১৯৮১ সালের ‘কলঙ্কিনী কঙ্কাবতী’। ওই সময়েই উত্তম কুমার টানটান ক্রাইম থ্রিলার পরিচালনা করেছিলেন। সেই সময়ের নিরিখে ছবির বাজেট বিপুল, ৮৫ লাখ টাকা। ‘মহাগুরু’র দাবি, ‘একদিকে দাদার পরিচালনায় ওর সঙ্গে অভিনয়। অন্যদিকে  বেণুদির হাতের রান্না। মুখে লেগে থাকার মতো স্বাদ। আমি কোনো দিন ডায়েট করিনি। রোজ সকালে মিউজিক চালিয়ে টানা নাচতাম। আর সেটে দুপুরে খাওয়ার সময় ভরপেট খেতাম। বেণুদির রাঁধা খাবারের মতো খাবার পেলে তো কথাই নেই। নিজের হাতে আমাদের পরিবেশন করতেন। আমরা পাঁচজন একসঙ্গে বসে খেতাম। সঙ্গে আড্ডা। দাদা- বেণুদি কোনো দিন বাড়ির অভাব বুঝতে দেননি।’ পাশাপাশি অভিনয়ের অনেক খুঁটিনাটিও তিনি শিখেছেন উত্তম কুমারের কাছ থেকে। প্রযোজক উত্তমকেও ঢালাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। মিঠুনের মতে, ‘দাদা মুখ দেখে মনের কথা বুঝে  যেতেন। যেমন যত্ন নিতেন, তেমনই বেনিয়ম দেখলে প্রচন্ড রেগেও যেতেন।’

 

সর্বশেষ খবর