সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
মিমি চক্রবর্তী

নারী-পুরুষের সমতা চান

শোবিজ ডেস্ক

নারী-পুরুষের সমতা চান

শনিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে স্টোরিতে টলিউড নায়িকা মিমি চক্রবর্তী সমাজের লিঙ্গ  বৈষম্যের বিষয়ে আঙুল তুলে কথা বলেছেন। এ দিন তিনি লিখেছেন, রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট নিয়ে ইন্টারনেট মাধ্যম প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। সেখানে অধিকাংশই নায়কের সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। এর পরই সংসদ সদস্য অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, রণবীর যদি নারী হতেন তাহলে কি এমন প্রতিক্রিয়া হতো? আর এমন নগ্ন ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হতো। এ ছাড়াও তিনি বলেন, কোনো অভিনেত্রী এমনটা করলে তার ছবি পোড়ানো হতো, নয়তো বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। আর খারাপভাবে চিহ্নিত করা হতো তাকে। তাহলে কি নারীরা এখনো অবহেলিত এই পুরুষ শাসিত সমাজে। নারী পুরুষের সমান অধিকারের কথা শুধুই কি কথার কথা। এভাবে চলতে থাকলে দেশ ও সমাজে নারীরা আগের মতোই অসম অবস্থায় থেকে যাবে। তাই বর্তমান উন্মুক্ত দুনিয়ার যুগে নারী-পুরুষের সত্যিকার সমতা চাই। না হলে এ অসম বৈষম্য নারী-পুরুষকে সবসময় আলাদা করে রাখবে। যা একজন নারী হিসেবে আমি মেনে নিতে পারি না। কোনো নারীর পক্ষেই তা সম্ভব নয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর