শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মানুষ হওয়ার অনুপ্রেরণা ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

মানুষ হওয়ার অনুপ্রেরণা ইত্যাদি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর হাইস্কুলে তারই শ্রেণিকক্ষের সামনে ধারণ করা হয় এবারের ইত্যাদি। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপন ও প্রিয় কবির মৃত্যুবার্ষিকী সামনে রেখে নির্মিত এবারের ইত্যাদি ছিল তথ্যসমৃদ্ধ এক ব্যতিক্রমী পরিবেশনা। নজরুলের স্মৃতিঘেরা কাজীর শিমলা গ্রাম, বিচুতিয়া বেপারী বাড়ি এবং দরিরামপুর স্কুল-এসব স্থানে নিজে উপস্থিত থেকে হানিফ সংকেত চমৎকারভাবে তুলে ধরেছেন নজরুলের ত্রিশাল অধ্যায়। উঠে এসেছে অনেক অজানা তথ্য। হানিফ সংকেত যথার্থই বলেছেন, ‘তাঁর উত্থান ছিল মহাবিশ্বের ধরণীতল থেকে মহাকাশব্যাপী’। অনুষ্ঠানটি শুরুই হয়েছে তাঁর লেখা কয়েকটি বিখ্যাত গান ও কবিতার মহাসম্মিলনে চমৎকার নৃত্য মুদ্রায়। যা ছিল অসাধারণ। এ ছাড়া বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপের গাওয়া নজরুল সংগীত-‘দূর দ্বীপবাসিনী’ও ছিল দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর। ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুল মালেককে নিয়ে করা প্রতিবেদনটি ছিল হৃদয়ছোঁয়া। মানবিক বোধে উজ্জীবিত করার সব উপাদানই ছিল ওই প্রতিবেদনে। অধ্যাপক ড. আবুবকর সিদ্দিক প্রিন্সের কৃষিকাজ নিয়ে প্রতিবেদনটিও ছিল বেশ শিক্ষণীয়। তার উৎপাদিত কৃষিপণ্য অন্যান্য সবজি বিক্রেতাদের সঙ্গে বাজারে গিয়ে তিনি নিজেই বিক্রি করেন। উচ্চশিক্ষা তাঁকে অহংকারী করে তোলেনি। বলা যায়, ড. আবুবকর সিদ্দিক প্রিন্স আমাদের সবার ‘মানুষ’ হওয়ার এক জ্বলন্ত অনুপ্রেরণা। বিভিন্ন বিষয় নিয়ে করা নাট্যাংশগুলো যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি উপভোগ্য। কীভাবে কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তা নিয়ে রীতিমতো অবাক হয়ে যায় গ্রামের সাধারণ মানুষ। বাংলাদেশের একটি চরম বাস্তবতা হলো এই নাট্যাংশ। পর্বটি ইউটিউবে দেখা গেলেও বিটিভিতে প্রচারিত ইত্যাদিতে দেখা যায়নি।

সরকার এসব দুর্নীতিবাজকে চিহ্নিত করে আইনের আওতায় আনছে অথচ চমৎকার বক্তব্যধর্মী সমসাময়িক বিষয়টি কেন টিভিতে দেখানো হলো না- এ প্রশ্ন অনেকেরই। তাহলে কী আবারও বিটিভিতে সেন্সরের ভূত ভর করেছে? আমাদের নিত্যদিনের খাবার চাল নিয়ে চালবাজির একটি তথ্যবহুল প্রতিবেদনও দেখা গেল এবারের ইত্যাদিতে। দর্শক পর্বে তুলে ধরা হয় নাম না-জানা অনেক দেশীয় বাদ্যযন্ত্র। ভালো লেগেছে গ্রিসের অ্যাক্রোপলিসকে নিয়ে করা তথ্যবহুল ও শিক্ষণীয় প্রতিবেদনটি।  ত্রিশালে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্কুলের সামনে স্মৃতিতে রাখার মতো এক অনবদ্য ইত্যাদি উপহার দেওয়ার জন্য হানিফ সংকেতকে ধন্যবাদ।

সর্বশেষ খবর