বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
পুলিশ নাট্যদল

অভিশপ্ত আগস্ট

শোবিজ প্রতিবেদক

অভিশপ্ত আগস্ট

বাঙালি জাতির জীবনের এক অভিশাপের নাম আগস্ট। গা শিউরে ওঠা অভিশপ্ত সেই কালরাতের দৃশ্যকল্পকে ‘অভিশপ্ত আগস্ট’ নামে এবার নাট্যরূপে মঞ্চে এনেছে বাংলাদেশ পুলিশ নাট্যদল।  বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা, অবুঝ শেখ রাসেলকে খুনের পর হায়েনাদের উল্লাসও তুলে ধরা হয়েছে নাটকটিতে। মাত্র এক বছরের কম সময়ে নাটকটি আজ শততম মঞ্চায়নের রেকর্ড অতিক্রম করতে যাচ্ছে।  যা নাকি দেশের ইতিহাসে এই প্রথম। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ, পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। মোশতাকের স্বপ্নভঙ্গের প্রথম দৃশ্য থেকে বঙ্গবন্ধু পরিবারের রক্তে রঞ্জিত ভয়াবহ শেষ দৃশ্যটিও ছিল নান্দনিকতায় পরিপূর্ণ। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর