শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
জ্যোতি সিনহা

‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’

শোবিজ প্রতিবেদক

‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’

মঞ্চাভিনেত্রী জ্যোতি সিনহা এবার নিজের কাজ নিয়ে ভারতে যাচ্ছেন। কাল ইন্ডিয়ার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস আয়োজনে কলকাতার নন্দনে ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’র প্রদর্শনী হবে। এটির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন শুভাশিস সিনহা। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে স্বল্পদৈর্ঘ্যটির প্রদর্শনী। এ ছাড়া ৯ আগস্ট অনীক নাট্যদলের আয়োজনে ও ১০ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে ‘হ্যাপি ডেজ’র দুটি প্রদর্শনীতে অংশ নেবেন জ্যোতি। ৭ আগস্ট রয়েছে ইন্দো-বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘তেই’র বিশেষ প্রিমিয়ার। 

সর্বশেষ খবর