বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘মুখ ও মুখোশ’র স্ক্রিপ্ট আর্কাইভে

শোবিজ প্রতিবেদক

‘মুখ ও মুখোশ’র স্ক্রিপ্ট আর্কাইভে

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র দুর্লভ স্ক্রিপ্টের কপি তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জাদুঘরে। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান সিনেমাটির স্ক্রিপ্ট, দুর্লভ স্থিরচিত্র ও গান রেকর্ডিংয়ের দুর্লভ পিয়ানো (১৮৯০ সালে  তৈরিকৃত) ফিল্ম আর্কাইভে দান করেন। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের কাছে ‘মুখ ও মুখোশ’র এসব দুর্লভ জিনিস তুলে দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ অনেকে।

সর্বশেষ খবর