মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অনন্ত জলিল

কড়া জবাব

শোবিজ প্রতিবেদক

কড়া জবাব

অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ চলচ্চিত্রের জন্য লাভ হবে না বলে মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। তাঁর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে অনন্ত জলিল প্রতিউত্তরে চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখার কোনো ক্ষমতা মিশা সওদাগরের নেই বলেছেন। সম্প্রতি গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন অনন্ত জলিল। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে মিশা সওদাগর কিছুই করেননি। তাঁর কোনো ক্ষমতাই নেই। তিনি প্রযোজক নন, একজন আর্টিস্ট মাত্র। বাংলাদেশের চলচ্চিত্র আমিই প্রথম ডিজিটালাইজড করেছি। তিনি বরং চলচ্চিত্র যোদ্ধাদের এফডিসি থেকে বের করে দিয়েছেন। তিনি বলেন, মিশাকে দিয়ে সিনেমার উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তিনি কোনো ক্রিয়েটিভ ব্যক্তিও নন। অনন্ত বলেন, আট বছর আগে যখন আমার একটি ছবি মুক্তি পায় তখন দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ৪৮০টি, আর এখন এক শর মতো। মিশার দ্বারা যদি চলচ্চিত্রের উন্নতি হতো তাহলে তাঁর ছবি দিয়ে সিনেমা হলের সংখ্যা বেড়ে ৯০০ হতো, কমে ১০০ নয়। অনন্ত আরও বলেন, এই ঈদে তাঁর ছবিটি দেশের সব সিনেমা হলে মুক্তি পেয়েছে। গত সপ্তাহে শুধু যমুনা ব্লকবাস্টারে টিকিট বিক্রি হয়েছে ৪৮ লাখ টাকার। এই টাকা থেকে সরকার পেয়েছে রাজস্ব আর সিনেমা হলের হয়েছে বড় অঙ্কের আয়। তাহলে আমার ছবি দিয়ে চলচ্চিত্রের লাভ হলো না কীভাবে? এদিকে নায়িকা বর্ষা বলেন, তাঁর অভিনীত অনন্ত প্রযোজিত ‘নেত্রী’ ছবিতে মিশাকে না নেওয়ায় তিনি ক্ষোভে এখন উল্টাপাল্টা কথা বলছেন, এসব কথার কোনো ভিত্তি নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর