মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
পরাণ

সাফল্যে নতুন ঘোষণা

শোবিজ প্রতিবেদক

সাফল্যে নতুন ঘোষণা

ইয়াসির আরাফাত প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ছবিটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে  এসেও সারা দেশে হাউস ফুল যাচ্ছে। ছবিটির জয়রথ থেমে নেই দেশের বাইরেও। অস্ট্রেলিয়ায় মুক্তির পর সেখানকার দর্শক লুফে নিয়েছে ‘পরাণ’। কোরবানির ঈদে দেশের মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। মুক্তির ৩০ দিনের আয়ে সিনেমাটিকে ‘ব্লকবাস্টার সুপারহিট’ বলছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। প্রযোজক আরাফাত বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্টের পাঁচ  গুণের মতো টাকা ওঠে এসেছে। যা দিয়ে আর তিনটি ছবি নির্মাণ করতে যাচ্ছি। তাছাড়া বছরে কমপক্ষে তিনটি করে ছবি নির্মাণ করে দেশীয় চলচ্চিত্রের খরা দূর করার চেষ্টা করব আমরা।’ তিনি আরও বলেন, বাংলাদেশে এ ধরনের ত্রিভুজ প্রেমের মর্মস্পর্শী ছবির অনেক বছরের গ্যাপ ছিল। তার মধ্যে করোনায় হল বন্ধ ছিল। ফলে পছন্দের গল্প, অভিনয় ও নির্মাণ পেয়ে দর্শক ‘পরাণ’ লুফে নিয়েছে। দর্শক ও সিনেমা হল মালিকদের ধন্যবাদ জানান প্রযোজক ইয়াসির আরাফাত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর