শিরোনাম
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
শাহরুখ খান

নিজের নামে বৃত্তি চালু

শোবিজ ডেস্ক

নিজের নামে বৃত্তি চালু

ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর। মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ ঘোষণা করল নতুন বৃত্তির।

২০২০ সালে ভারতীয় পড়ুয়া গোপিকা কোত্তোনথারাইল ভাসিকে প্রদান করা হয় ‘শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ বৃত্তি। অবশেষে ২০২২ সালে সেই বৃত্তি নিয়ে পিএইচডির জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন তিনি। বিশ্বে মৌমাছি জনসংখ্যা রক্ষা করার জন্য নতুন কৌশল নিয়ে গবেষণা করছেন তিনি।

উচ্চশিক্ষার জন্য এক ভারতীয় পড়ুয়াকে বৃত্তি দেওয়ার জন্য প্রস্তুত শাহরুখ খান। আরও এক ভারতীয় মহিলা, যিনি গবেষণা করতে ইচ্ছুক। বিশ্ববিদ্যালয়ের তরফে তেমনই একজনকে বৃত্তি দেওয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন কিং খান। তাতেই অবাক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। পড়াশোনা যে শাহরুখের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বরাবরই প্রতিটি সাক্ষাৎকারে বলে এসেছেন এই নায়ক। আর সে প্রমাণও মিলল আরও একবার। উচ্চশিক্ষায় সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা নিজেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর