শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অনন্ত জলিল বললেন সবই ষড়যন্ত্র

শোবিজ প্রতিবেদক

অনন্ত জলিল বললেন সবই ষড়যন্ত্র

চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে মামলার হুমকি দিয়েছেন ‘দিন : দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজম। এ নিয়ে অবশেষে মুখ খুললেন অনন্ত। তিনি জানিয়েছেন, চুক্তিতে যেভাবে যা উল্লেখ ছিল, তিনি সেভাবেই সব করেছেন। এ ছাড়া বিষয়টিকে তিনি ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক লিখিত বক্তব্যে বিষয়টি জানিয়েছেন অনন্ত জলিল। লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, চুক্তিতে যেভাবে যা কিছু উল্লেখ ছিল সে অনুযায়ীই আমি কাজ করেছি। যদি আমার কাছে তিনি ১০০ টাকাও অর্থাৎ কোনো অর্থ পাওনা থাকতেন, তাহলে তিনি কি আমাকে সিনেমার সম্পূর্ণ ফুটেজ দিতেন? কিংবা ফুটেজ না পেলে আমি কি মুক্তি দিতে পারতাম? যেহেতু তাঁর কাছেই শুটিংয়ের পর সম্পূর্ণ ফুটেজ ছিল এবং এখনো রয়েছে! নিশ্চয়ই তাঁর অনুমতি এবং সম্পূর্ণ সম্মতিতেই আমি সিনেমাটি মুক্তি দিয়েছি। এখন তাঁর অবান্তর অভিযোগ মূলত আমাকে ও আমার দেশ অর্থাৎ বাংলাদেশকে ছোট করার অপপ্রয়াস বলে আমি মনে করি।’ অনন্ত জলিল দাবি করে বলেন, “গত কোরবানি ঈদে ‘দিন : দ্য ডে’ মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন রকম ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি আমরা এবং সেটা দেশ থেকেই। আমি মনে করি, এটাও তেমনই একটি ষড়যন্ত্র। এরপরও মুর্তজা সাহেবের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি (যদিও আমি চুক্তির বাইরে কিছু করিনি সেটা আগেই বলেছি)। তিনি বাংলাদেশি কারও পরামর্শে কিংবা নিজের প্রচারের স্বার্থে যদি ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে তা হবে খুবই দুঃখজনক। যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে আমিও দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেব। কারণ, একই চুক্তিপত্র আমার কাছেও রয়েছে।” অনন্ত জলিল আরও বলেন, ‘ওই চুক্তিই হচ্ছে বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেব। আমি বাংলাদেশে শুটিংয়ের অংশের টাকা দিয়েছি। আমি চার বছর ধরে এ কথাই বলছি যে, বাংলাদেশের শুটিংয়ের খরচ আমি বহন করব, বাইরের শুটিংয়ের খরচ ওরা বহন করবে। বাংলাদেশের শুটিংয়ের টাকা তো তিনি (মুর্তজা) দেননি, আমিই দিয়েছি।’

সর্বশেষ খবর