বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবিনা ইয়াসমিনের পরামর্শ

শোবিজ প্রতিবেদক

সাবিনা ইয়াসমিনের পরামর্শ

কোকিলকণ্ঠী খ্যাত প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যাচ্ছে। সিনেমায় গল্প বলার ধরন পাল্টে গেছে। আগের মতো গুণী নির্মাতা, সংগীত পরিচালক আর নেই। তাই তো গানসমৃদ্ধ ছবি নির্মাণ নেই বললেই চলে। গানের জন্যই ছবি হিট হয়, এ বিষয়টি এখন আর নেই। সেসব দিন হারাতে বসেছি আমরা। আগের মতো কালজয়ী সৃষ্টি কেন হচ্ছে না সে বিষয়ে তিনি বলেন, এখন সব কিছুতেই চলছে বাণিজ্যিকীকরণ। তাড়াহুড়া করে সবাই কাজ করছে। গানের চেয়ে ভিডিওর প্রতি সবার মনোযোগ। ফলে ভালো গান হচ্ছে না। গত ১০ বছরে সিনেমায় ম্যাসিভ হিট কোনো গান আমরা পাইনি। মাঝেমধ্যে দু-একটি গান কানে বাজলেও কয়েক দিন পরই শ্রোতারা তা ভুলে যাচ্ছে। এখন নতুন প্রজন্মের নির্মাতারা ভালো ভালো কাজ করছেন ঠিকই। আশা করছি, তারা গানের বিষয়গুলো নিয়েও ভাববেন। বর্তমান প্রজন্মের শিল্পীদের সম্পর্কে তিনি বলেন, এ সময়ের অনেক তরুণ শিল্পীই বেশ ভালো কাজ করছেন। তবে তাদের অনেকেই জানেন না-কী করতে হবে, আর কী করা যাবে না।  যে এটুকু বুঝতে পারবে, সে সামনে আগাবে। নয়তো ঝরে যাবে।

সর্বশেষ খবর