বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
আবদুল আলীম

মেয়ের আক্ষেপ...

শোবিজ প্রতিবেদক

মেয়ের আক্ষেপ...

৫ সেপ্টেম্বর ছিল লোকসংগীত সম্রাট আবদুল আলীমের প্রয়াণদিবস। বাবাকে স্মৃতিচারণ করে মেয়ে নূরজাহান আলীম আক্ষেপ নিয়ে জানান, ‘খুব খারাপ লাগে যখন দেখি দেশের এই সম্পদের স্মৃতিকে ধরে রাখার রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নেই। নেই তাঁকে নিয়ে কোনো ভাস্কর্য বা অডিটোরিয়াম।’ তিনি আরও বলেন, ‘বছরের পর বছর পাকিস্তানে বাবার গানগুলো পড়ে আছে, নষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করেও গানগুলো উদ্ধার করতে পারছি না। গানগুলো অনেক পুরনো। করাচি রেডিওতে এখনো ২০ থেকে ২৫টি গান আছে। এর মধ্যে কিছু নষ্ট হয়ে গেছে। আবদুল আলীমের গান বাংলাদেশের সম্পদ। দেশের সম্পদ আমরা অন্য দেশে ফেলে রেখেছি! তাঁর গানগুলো ফিরিয়ে এনে সংরক্ষণ করা উচিত।’ বাবার গান ফিরিয়ে এনে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর