শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় সাংস্কৃতিক উৎসব

শোবিজ প্রতিবেদক

১০ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠাটির তত্ত্বাবধানে ছিলেন- একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো ও সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ‘সুন্দর সুবর্ণ’ পরিবেশন করা হয়। এ ছাড়া অন্বেষা রওশনের কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকূল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করে একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।

সর্বশেষ খবর