সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বর্ণসিংহ জিতল ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’

ভেনিস চলচ্চিত্র উৎসব

শোবিজ ডেস্ক

স্বর্ণসিংহ জিতল ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে চমকে দিয়ে স্বর্ণসিংহ পুরস্কার জিতল ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’। এবার মূল প্রতিযোগিতা শাখায় ছিল ২৩টি চলচ্চিত্র। সেরা অভিনেত্রী হয়েছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট। টড ফিল্ডের ‘টার’ ছবিতে তার অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কলিন  ফেরেল। ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ব্রিটিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনা। ২০১৭ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবির জন্য একই পুরস্কার জেতেন তিনি। সেরা পরিচালক হয়েছেন ইতালির লুকা গুয়াদানিনো। ‘বোনস অ্যান্ড অল’ ছবিতে দারুণ  নৈপুণ্যের সুবাদে সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কার জিতেছেন কানাডিয়ান অভিনেত্রী টেলর রাসেল। ইরানে কারাবন্দি পরিচালক জাফর পানাহিকে তার ‘নো বেয়ারস’ ছবির জন্য  স্পেশাল জুরি প্রাইজ দেওয়া হয়েছে। গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য খ্যাতি পাওয়া ফ্রান্সের অ্যালিস ডিওপের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘সেন্ট ওমের’। ইতালির লিদো শহরে পালাৎসো দেল সিনেমায় গত ৩১ আগস্ট শুরু হয় ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব। শনিবার এর সমাপ্তি ঘটেছে। উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন ক্যাথেরিন দ্যুনভ ও পল শ্রেডার।

 

সর্বশেষ খবর