মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র নিয়ে সেমিনার

শোবিজ প্রতিবেদক

ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র নিয়ে সেমিনার

চলচ্চিত্র শুধুই বিনোদন মাধ্যম নয়। সমাজের দৃষ্টিভঙ্গি বদলায় চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্র শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে গবেষণা আমাদের দেশে বিকশিত হয়েছে গত কয়েক বছর থেকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২০০৮ সাল থেকে চলচ্চিত্র সংস্কৃতি ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতি বছর বিভিন্ন বিষয় নিয়ে ফেলোশিপ প্রদান করে আসছে। গতকাল ‘চলচ্চিত্র বিষয়ক গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইম রানা, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রধান আলোচক ছিলেন মঈনুদ্দীন খালেদ, চলচ্চিত্র ও শিল্প সমালোচক; আলোচক ছিলেন কাওসার চৌধুরী, প্রামাণ্যচিত্র নির্মাতা, গবেষক। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এ ছাড়া ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক নির্বাচিত গবেষকরা।

 

সর্বশেষ খবর