মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অপারেশন সুন্দরবন নির্মাণের গল্প

শোবিজ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে মুক্তি পাচ্ছে র‌্যাব ওয়েলফেয়ার কো- অপারেটিভ সোসাইটি প্রযোজিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার জন্য ‘অপারেশন সুন্দরবন’ এলিট ফোর্স র‌্যাবের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। এলিট ফোর্স র‌্যাবের সেই সাফল্যগাথাই তুলে ধরা হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে। থ্রিল, সাসপেন্স, দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিযানের টানটান উত্তেজনা নিয়ে নির্মিত এই ছবিটির নির্মাণে রয়েছে নানা গল্প। ক্যামেরার পেছনের সে গল্পগুলো নিয়ে রেডিও ফুর্তিতে  প্রচার হচ্ছে ‘পর্দায়- না বলা গল্প’ শিরোনামের ধারাবাহিক অনুষ্ঠান। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় প্রচার হচ্ছে বিহাইন্ড দ্য সিনের গল্প। আর শুক্রবার প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সিয়াম, নুসরাত ফারিয়া, রিয়াজ, রোশন, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

 

সর্বশেষ খবর