শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

থিয়েটার ৫২-এর মঞ্চনাটক

শোবিজ প্রতিবেদক

থিয়েটার ৫২-এর মঞ্চনাটক

রবিবার থিয়েটার ৫২-এর ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’র ২৬তম মঞ্চায়ন। নাটকটি ঢাকা শিল্পকলায় জাতীয় নাট্যশালার মূল হলে হতে যাচ্ছে। বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধশিশুকে কেন্দ্র করে এগিয়ে যায়। বাকি চরিত্রগুলো বাংলার গ্রাম ও সংস্কৃতির বাহক হয়ে কাজ করে। এখানে পাকিস্তানি ও রাজাকারদের হিংস্রতার ছবি তুলে ধরা হয়। অন্যদিকে, স্বাধীনতার পরবর্তী অবস্থাও দেখানো হয়। যা এখনো এই সমাজে ও সময়ের সঙ্গে মিল রয়েছে। নাটকটির নির্দেশনায় জয়িতা মহলানবীশ। রচনায় বদরুজ্জামান আলমগীর। সেট ও প্রপস পরিকল্পনা পলাশ হেনড্রি সেন। সংগীত পরিচালনায় এ বি এস জেম। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর