রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অভিনেত্রী সুজাতার কষ্ট

শোবিজ প্রতিবেদক

অভিনেত্রী সুজাতার কষ্ট

বাংলাদেশি চলচ্চিত্রের রূপবানখ্যাত অভিনেত্রী সুজাতা অনেক দিন ধরেই বড় পর্দার অভিনয় থেকে দূরে আছেন। ষাট ও সত্তরের দশকে নায়িকা হিসেবে পর্দা কাঁপিয়ে বেড়িয়েছেনে তিনি। বিশেষ করে তাঁর প্রথম অভিনীত ছবি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দীন পরিচালিত ‘রূপবান’ ছবিটি ছিল তাঁর ক্যারিয়ারে মজবুত ভিত। এরপর আশির দশক থেকে মা-এর চরিত্রেও দর্শক নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে কেন? এমন প্রশ্নে সুজাতা বলেন, ‘একটি বিষয় খুব করে ভাবায়, খুব করে কষ্ট দেয়- তা হচ্ছে, আগে একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বাবা-মা, ভাই-ভাবি। তারপর নায়ক-নায়িকা। দেখুন, কবরীর সঙ্গে হাসমত অভিনয় করেছেন। হাসমতের চরিত্রটিও কিন্তু গুরুত্ব পেত। আবার পাশাপাশি অন্য সিনেমায় ধরুন সাইফুদ্দিন বা আনিসের অভিনয়ও গুরুত্ব পেত। সবাইকে মানুষ চিনত। এখন কী হচ্ছে? বাবা-মা সিনেমায় কতটা গুরুত্ব পাচ্ছেন? একটি দৃশ্যে অভিনয় করেও কিন্তু মানুষের মনে গেঁথে থাকা যায়। নায়ক-নায়িকা ছাড়া অন্য চরিত্রগুলো গুরুত্ব পাচ্ছে না, এই ভাবনাটি কষ্ট দেয় আমাকে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর