মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ভাষা দিবসের চলচ্চিত্রে

সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান

শোবিজ প্রতিবেদক

সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান

প্রখ্যাত চলচ্চিত্রকার শহীদুল হক খান অমর ভাষাসৈনিকদের নিয়ে নির্মাণ করলেন চলচ্চিত্র ‘একজন ভাষাসৈনিকের গল্প’। এই চলচ্চিত্রে মুখ্য ভাষাসৈনিক চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম। এ ছাড়া তাঁর স্ত্রীর চরিত্র রূপায়ণ করেছেন লায়লা হাসান। নির্মাতা বলেন, দেশে এখন পর্যন্ত একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস নিয়ে কোনো পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি হয়নি। শহীদ জহির রায়হান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে যে চলচ্চিত্রটি নির্মাণ করতে চেয়েছিলেন তাঁর অন্তর্ধানের কারণে সেটিও আর আলোর মুখ দেখেনি। এরপর ভাষা দিবস নিয়ে যে কয়টি চলচ্চিত্র নির্মাণ হয়েছে সবই খন্ডচিত্র। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‘একজন ভাষাসৈনিকের গল্প’ মুক্তি পাবে বলে তিনি জানান। এতে আরও অভিনয় করেছেন মহসিন, সুলতানা হায়দার, সুমনা সোমা, শাহেদ শরীফ প্রমুখ। ছবির কাহিনি ও চিত্রনাট্য নির্মাতা শহীদুল হক খান।

 

সর্বশেষ খবর