বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাঙা হচ্ছে পদ্মা ও সুরমা সিনেমা হল

আলাউদ্দীন মাজিদ

ভাঙা হচ্ছে পদ্মা ও সুরমা সিনেমা হল

চলচ্চিত্র ব্যবসার সুদিন ফিরলেও এবং সরকার সিনেমা হলের উন্নয়নে ঋণের ব্যবস্থা করলেও সিনেমা হল ভাঙা থামছে না। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, দেশের প্রধান গণমাধ্যম চলচ্চিত্র শিল্পকে উপেক্ষা করে অতি লোভে সিনেমা হল ভেঙে সেই স্থানে অন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ার অহেতুক স্বপ্ন দেখছে। এমনকি সিনেমা হল ভেঙে সেখানে অন্য ব্যবসা ভবন গড়ে তুললেও সেখানে রাখা হচ্ছে না কোনো সিনেপ্লেক্স। সিনেমা হল ভাঙার এই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে প্রখ্যাত চলচ্চিত্রকার শফি বিক্রমপুরীর মালিকানাধীন মালিবাগের পদ্মা ও সুরমা সিনেমা হল দুটি। সিনেমা হল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু বলতে না চাইলেও একটি সূত্র জানায়, অচিরেই ভেঙে ফেলা হচ্ছে সিনেমা হল দুটি।

এসব সিনেমা হলের মধ্যে অনেক দিন বন্ধ থাকলেও বর্তমানে শুধু সুরমা হলটি চালু আছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হল দুটি ভেঙে এসকেসিডি পদ্মা টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে সিনেমা হল ভেঙে ফেলার তালিকায় আরও দুটি হল যুক্ত হয়েছে। এর আগে ঢাকায় রূপমহল, তাজমহল, মানসী, নাজ, গুলিস্তান, শাবিস্তান, পূর্ণিমা, রাজমণি, রাজিয়া, জোনাকী, বিউটি, জ্যোতি, মল্লিকাসহ অনেক সিনেমা হল ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করে মার্কেট বানানো হয়েছে। নবনির্মিত এসব মার্কেটের কোনো কোনোটিতে একটি করে সিনেপ্লেক্স রয়েছে।

সর্বশেষ খবর