শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা

শোবিজ প্রতিবেদক

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা

বাংলাদেশের বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এর পরদিন রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁর লাশ দাফন করা হয়। তার আগে সকালে রাজধানীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিএফডিসিতে তাঁর প্রথম নামাজে জানাজা, চ্যানেল আইয়ে দ্বিতীয় জানাজা এবং গুলশান আজাদ মসজিদে বাদআসর তৃতীয় নামাজে জানাজা হয়। এদিকে বৃহস্পতিবার  বেলা ১১টায় বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাবে গাজী মাজহারুল আনোয়ার স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বলেন, ‘আমার আব্বুর প্রতি যাঁরা সম্মান প্রদর্শন করছেন প্রতিনিয়ত তাঁদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে অসীম শ্রদ্ধা, ভালোবাসা। এফডিসির পরিচালক সমিতির এই আয়োজনে আমরা খুশি। শুধু সবার কাছে দোয়া চাই।’

সর্বশেষ খবর