বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নাট্যজন ড. ইনামুল হক স্মরণে আয়োজন আজ

শোবিজ প্রতিবেদক

নাট্যজন ড. ইনামুল হক স্মরণে আয়োজন আজ

গত বছরের ১১ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিদগ্ধ নাট্যজন ড. ইনামুল হক। দেখতে দেখতে তাঁর প্রয়াণের এক বছর পার হয়ে গেছে। নন্দিত এই অভিনয়শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ আয়োজন রাখা হয়েছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। খবরটি নিশ্চিত করে অভিনেতার কন্যা, অভিনয়তারকা ও নির্মাতা হৃদি হক জানান, আজ বিকাল সাড়ে ৫টায় শুরু হবে এ আয়োজন। এতে অংশ নেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়াও ড. ইনামুল হকের স্মরণে উপস্থিত থাকবেন মঞ্চ সারথি আতাউর রহমান, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, নাট্যজন সারা যাকের, গোলাম রাব্বানী ও ড. রতন সিদ্দিকী। ‘মহাকালের ঘোড়সওয়ার’ শীর্ষক এই স্মরণসভার সঞ্চালনায় থাকবেন আজাদ আবুল কালাম। অনুষ্ঠানে অভিনেতার ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সেই সঙ্গে তাঁর তিনটি নাটকের মূল ভাবনায় কোলাজ নাটক ‘একাত্তর ও একজন নাট্যকার’ প্রদর্শনী হবে। নাটকের একটি অংশে অভিনয় করবেন আহসান হাবিব নাসিম, নুনা আফরোজ, রওনক হাসান, সোনিয়া হোসাইন, জুয়েল জহুরসহ বেশ কিছু নাট্যকর্মী। প্রসঙ্গত, ১৯৯৫ সালে ড. ইনামুল হক নাট্যদল ‘নাগরিক নাট্যাঙ্গন’ প্রতিষ্ঠা করেন। যেখানে তাঁর লেখা প্রথম নাটক ‘গৃহবাসী’ মঞ্চস্থ হয়।

সর্বশেষ খবর