বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিয়োগ ব্যথায় শাবনূর

শোবিজ প্রতিবেদক

বিয়োগ ব্যথায় শাবনূর

দীর্ঘ অভিনয় জীবনে নানা বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে এই নায়িকার কাছে তাঁর পছন্দের চরিত্র ছিল বিয়োগান্তক। তিনি বলেন, ট্র্যাজেডির ক্যারেক্টারাইজেশন আমার ক্যারিয়ারে বিশেষ কিছু ছিল। ‘আনন্দ অশ্রু, প্রেম পিয়াসী, কে অপরাধী, ভালোবাসা কারে কয়, শেষ ঠিকানা’ আমার কাছে অসাধারণ সব ছবি। ‘আনন্দ অশ্রু’ বেস্ট ট্র্যাজেডিতে। সালমান শাহর সঙ্গে আমার প্রেমের করুণ পরিণতি হলো ছবির গল্প। কাঞ্চির শেষ সংলাপে আমার কথা উঠে আসে- ‘বলিসনি কেন হতভাগী, তুই খসরুর দোলা!’ ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানে সালমান শাহর ডামির সঙ্গে আমি মিশে গিয়ে অভিনয় করা সালমানের অভাব পূরণ করেছিল গানে। কারণ গান শুটের আগেই সালমান চলে গিয়েছিল আমাদের ছেড়ে। ‘প্রেম পিয়াসী’ ছবিতেও মর্মান্তিক বাস্তবতা থাকে প্রেম ও ধর্মের করুণ পরিণতিতে। ‘কে অপরাধী’ ছবিতে আমার করুণ পরিণতিতেই ওমর সানীর নতুন পরিচয় গড়ে ওঠে এবং তারও করুণ পরিণতি ঘটে। ‘ভালোবাসা কারে কয়’ ছবির শেষ সিকোয়েন্সটি ছিল চোখ ভিজিয়ে দেওয়ার মতো। গুলিবিদ্ধ রিয়াজ, আমি হাসপাতালের বেডে। রক্ত দেওয়ার সময় আমার সঙ্গে কথা বলতে বলতে রিয়াজ মারা যায়। শাবনূর বলেন, এসব ট্র্যাজিক চরিত্র এখনো দর্শক মনে রেখেছে, এটিই আমার সফলতা। এখনো আমি এমন সব চরিত্রের কথা মনে করে কাতর হই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর