বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিক দুই সংগীত উৎসবে ‘চিরকুট’

শোবিজ প্রতিবেদক

আন্তর্জাতিক দুই সংগীত উৎসবে ‘চিরকুট’

বাংলাদেশের ব্যান্ড চিরকুট ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এভাবেও বলা যায়, বাংলা গানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে চিরকুট। ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিয়েছে শারমিন সুলতানা সুমির দল। তবে এবারের পরিধিটা সব ছাড়িয়ে যাচ্ছে। কারণ, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন সুমি। পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে আজ থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। জানান সুমি। তিনি আরও জানান, ‘ওম্যাক্স ২২’ আসর শেষ করেই চিরকুট তথা বাংলাদেশের হয়ে তিনি যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৬ নভেম্বর। সুমি জানান, দুটো আয়োজনে তিনি চিরকুটের হয়ে অংশ নিচ্ছেন। যেখানে ব্যান্ডের সঙ্গে তাঁর পরিচিতি হিসেবে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে।

সর্বশেষ খবর