মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

না ফেরার দেশে বুলি

শোবিজ প্রতিবেদক

না ফেরার দেশে বুলি

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি। রবিবার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরিচালক আজিজুর রহমান সত্তরের দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে নির্মাণে হাতেখড়ি তাঁর। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে ব্যাপক খ্যাতি পান। এরপর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেন। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা। তাঁর অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেন। চিত্রনায়ক মাহমুদ কলি তাঁর ছোট ভাই এবং চিত্রনায়িকা অঞ্জনা তাঁর স্ত্রী। ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। গতকাল বেলা ১১টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে মসজিদে প্রথম জানাজা ও বাদজোহর দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর