রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দেশভাগের গল্প নিয়ে ‘দেশান্তর’

শোবিজ প্রতিবেদক

দেশ ভাগ নিয়ে তৈরি সিনেমাগুলোতে মূলত একটি সম্প্রদায়ের দেশত্যাগের গল্পই শুনে এসেছি। সেখানে কিছুটা ব্যতিক্রম নির্মাতা আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেছেন সরকারি অনুদান পাওয়া ছবি ‘দেশান্তর’। ১১ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করেছেন মৌসুমী। তাঁর বিপরীতে দেখা যাবে আহমেদ রুবেলকে। এ ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশীদ, ইয়াশ রোহান, রোদেলা টাপুসহ অনেকে। ছবিটি সম্পর্কে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘এটি মূলত দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প। তবে প্রচলিতভাবে আমরা যা দেখি দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প’।

সর্বশেষ খবর