বলিউডের নায়িকাদের আমরা দেখি অভিজ্ঞ মেকআপ আর্টিস্টদের মেকআপে ও সিনেমার ফ্লাশলাইটের কড়া আলোয়। তাঁদের সৌন্দর্য ও ফিটনেস বরাবরই আমাদের মুগ্ধ করে। হাজারো মানুষের কাছে তাঁরা যেন স্বর্গ থেকে নেমে আসা ডানাকাটা পরী। কিন্তু মেকআপ ছাড়া তাঁরা কেমন দেখতে? সেসব নিয়েই এ প্রতিবেদন- দিয়া মির্জা দিয়া মির্জা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। মেকআপ ছাড়া তাঁকে যতটা সুন্দর দেখায়,…