শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আইয়ুব বাচ্চুর গিটার ও টি-শার্ট প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

আইয়ুব বাচ্চুর গিটার ও টি-শার্ট প্রদর্শনী

বাংলা ব্যান্ড মিউজিকের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ১৮ অক্টোবর ছিল তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। তাঁর প্রয়াণের এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে গতকাল থেকে শুরু হয়েছে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত ইনস্ট্রুমেন্ট ও পোশাকের বিশেষ প্রদর্শনী। এই আয়োজন করেছে অনলাইনভিত্তিক পোশাক ব্র্যান্ড বাংলার গঞ্জি। ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী এ আয়োজন আজ শেষ হবে। বিষয়টি নিয়ে বাংলার গঞ্জির সিইও মোহম্মদ ইয়ারুজ্জামান বলেন, ‘আইয়ুব বাচ্চু এবং তাঁর পরিবারের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই যুক্ত। তাঁর সান্নিধ্য পেয়েছি আমরা। এ ছাড়া বাংলার গঞ্জি অনেক আগে থেকেই তাঁর ছবি সংবলিত টি-শার্টের অফিশিয়াল মার্চেন্ডাইজ করে আসছে। প্রতি বছরই আমরা আমাদের টি-শার্টের প্রদর্শনী-মেলার আয়োজন করি। মাঝে অবশ্য করোনার কারণে দুই বছর করতে পারিনি। এবার পুরোদমে আবার হচ্ছে।’ এবারের বাংলার গঞ্জি মেলায় থাকছে বিশেষ প্রদর্শনী। যার নাম দেওয়া হয়েছে ‘হারানো বিকেলের গল্প’। গতকাল এটি উদ্বোধন করেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আখতার চন্দনা। এতে এলআরবি তারকার ব্যবহৃত কিছু মিউজিক্যাল ইনস্ট্রুরুমেন্ট ও টি-শার্ট প্রদর্শন করা হবে। যা এবি ভক্তরা কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এই প্রদর্শনী বেলা ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর