সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সুইডেনের জলবায়ু সম্মেলনে চিরকুটের সুমি

শোবিজ প্রতিবেদক

সুইডেনের জলবায়ু সম্মেলনে চিরকুটের সুমি

জলবায়ু পরিবর্তনে বিশ্বে সৃজনশীল ও কার্যকর ভূমিকা রাখছে এমন সব নেতৃত্বের সম্মেলন অনুষ্ঠিত হলো সুইডেনে। ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ-স্ক্যান্ডিনেভিয়া’ শীর্ষক এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে অংশ নিলেন সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। ২ নভেম্বর সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি। এ আয়োজনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনে জনসচেতনতায় নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’র কথা তুলে ধরেন সুমি। জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদীরক্স’ সুমির নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করছে সল্ট ক্রিয়েটিভ। দেশের বিপন্নপ্রায় নদীগুলো নিয়ে গান গাইছে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। সে গানগুলো প্রকাশের পাশাপাশি দেশব্যাপী কনসার্টও শুরু করেছেন সুমি।

 

সর্বশেষ খবর