শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
নায়কের নাম কবি

ইমদাদুল হক মিলনের উপন্যাসে ধারাবাহিক

শোবিজ প্রতিবেদক

ইমদাদুল হক মিলনের উপন্যাসে ধারাবাহিক

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘নায়কের নাম কবি’। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস থেকে ধারাবাহিকটি নির্মাণ করেছেন অভিনেতা নাদের চৌধুরী। ২৬ পর্বের ধারাবাহিকটির চিত্রনাট্যও লিখেছেন ইমদাদুল হক মিলন। রবি, সোম ও মঙ্গলবার বিটিভির রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হওয়ার কথা রয়েছে। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জাকিয়া বারী মম, ঝুনা চৌধুরী, সাবেরী আলম, শিরিন আলম, আব্দুল্লাহ রানা, রেবেকা রউফসহ প্রায় ৭০ জন অভিনয়শিল্পী। পরিচালনার পাশাপাশি নাদের চৌধুরী এসআই হায়দার নামে গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন। তিনি বলেন, “করোনার প্রকোপ শুরু হওয়ার আগে চলচ্চিত্র ‘জ্বিন’ নির্মাণের পর পরিচালনায় সাময়িক বিরতি নিয়েছিলাম। ভালো গল্প মিলছিল না, গল্প মিললেও চ্যানেল থেকে ভালো বাজেট পাচ্ছিলাম না। প্রায় এক বছর আগে বিটিভি প্রস্তাব দেয় ধারাবাহিক নির্মাণের। প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নায়কের নাম কবি’ ধারাবাহিকের জন্য বেছে নিই। মিলন ভাই মাঝে অসুস্থ ছিলেন। আমারও কিছু ব্যস্ততা ছিল, সব কিছু মিলিয়ে গত মাসে নির্মাণ শুরু করি। বিটিভির নাটক এই প্রথম পরিচালনা করেছি। এখন পুরোদমে চলছে সম্পাদনার কাজ।” ইমদাদুল হক মিলনের গল্প ও উপন্যাসে ২০টিরও বেশি নাটক বানিয়েছেন নাদের চৌধুরী। এই কথাসাহিত্যিকের চিত্রনাট্যে নির্মাণ করেছেন ‘লালচর’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামে দুটি ছবি। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ পাঁচটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সরকারি অনুদানের জন্য নাদের চৌধুরী জমা দিয়েছেন ইমদাদুল হক মিলনের লেখা ‘সেই প্রিয় মুখ’ ছবির চিত্রনাট্য। নাদের চৌধুরী বলেন, ‘ধারাবাহিকের গল্পের নায়ক কবি নয়, তবু নাম তার কবি। এটাকে এক ধরনের রোমান্টিক গল্প বলব। তবে সরলরৈখিক রোমান্টিক গল্প নয়। সাধারণত এ ধরনের গল্প টেলিভিশনে দেখি না।’ আব্দুন নূর সজল, জাকিয়া বারী মমদের এ সময়ে ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায় না।

‘নায়কের নাম কবি’ ধারাবাহিক প্রযোজনা করেছেন লুতফুর রহমান রবিন। ক্যামেরায় শোভন বিশ্বাস ও নাভিদ খান চৌধুরী। ইমদাদুল হক মিলনের ‘কবি’ এক মনোরম চরিত্র।  হাসি-আনন্দ, ঠাট্টা-মজায় ভরপুর তার আচরণ। মানুষের প্রতি গভীর মমত্ববোধ সে প্রকাশ করে একেবারেই অন্য রকমভাবে। সংসারের কোনো বন্ধন তাকে কখনই আটকে রাখতে পারে না।

সর্বশেষ খবর