রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জিতের কলকাতার ছবির পরিচালক বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার

শোবিজ প্রতিবেদক

জিতের কলকাতার ছবির পরিচালক বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার

ফেরদৌস, জয়া আহসান, শাকিব খান, বাঁধনসহ অনেক অভিনেতা-অভিনেত্রীই কলকাতার মূল ধারার ইন্ডাস্ট্রিতে কাজ করে সুনাম কুড়িয়েছেন। তবে এবার বাংলাদেশি পরিচালক শতভাগ কলকাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন। ওপার বাংলার সুপারস্টার জিতের আগামী ছবির পরিচালক বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। বিশেষ এ দিনে নিজের ফেসবুক ফ্যানপেজ থেকে ‘মানুষ’-এর ঘোষণা দেন জিৎ। ছবিটি প্রযোজনা করছে জিতের প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’। সঞ্জয় সমাদ্দারের গল্প ও পরিচালনায় সিনেমাটিতে নায়িকা থাকছেন দুজন। ২ ডিসেম্বর শুক্রবার কেক কেটে, নারিকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ছবিটির। তখনই দুই নায়িকার একজনকে সামনে নিয়ে আসেন জিৎ। তিনি সুস্মিতা চ্যাটার্জি। প্রসেনজিৎ থেকে দেব, সোহম হয়ে জিৎ-টলিউডের জনপ্রিয় প্রায় সবার সঙ্গেই অভিনয় করেছেন তিনি। ‘মানুষ’-এ তিনি হাজির হচ্ছেন জিতের বিপরীতে। ছবির দ্বিতীয় নায়িকা কে? এ বিষয়ে হোয়াটসঅ্যাপে সঞ্জয় সমাদ্দার বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আপাতত বিষয়টি চমক হিসেবেই রাখতে চাচ্ছি। তবে আগের ভাবনা থেকে সরে এসে ভিন্ন কিছু ভাবছি আমরা। সপ্তাহখানেকের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে।’

কলকাতায় এত এত নির্মাতা থাকতে জিৎ কেন বেছে নিলেন সঞ্জয়কে? প্রশ্ন করতেই সঞ্জয়ের সহাস্য উত্তর, ‘সেটাতো জিৎ দা-ই ভালো জানেন। আমি যতটুকু জানি সেটা হচ্ছে গল্পটা তিনি অসম্ভব পছন্দ করেছেন। গল্প নিয়েই আলাপ করতে করতে জিৎ দার সঙ্গে মেশা। এক পর্যায়ে তিনি বললেন, সিনেমাটা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কলকাতার ছবি হিসেবেই করতে চান। ব্যস, হয়ে গেল!’

জিৎ দার এখানে দারুণ স্বাধীনতা পেয়েছি। জিৎ দার মতো একজন বড়মাপের নায়ক ও প্রযোজক আমার প্রতি আস্থা রেখে কাজ করতে যাচ্ছেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।
‘ট্রল’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘শিকল’ সহ বেশকিছু কন্টেন্ট নির্মাণ করে আলোচিত হয়েছেন সঞ্জয় সমাদ্দার। কিছুদিন আগেই তার ওয়েব ফিল্ম ‘দাগ’ দারুণ প্রশংসিত হয়। তবে এবারই প্রথম প্রেক্ষাগৃহের জন্য সিনেমা বানাচ্ছেন সঞ্জয়। তবে দেশের নয়, টলিউডের। এটা কেন? সঞ্জয় জানালেন, ‘দেশে একাধিক কন্টেন্ট এর পরিকল্পনা চূড়ান্ত ছিল। কিন্তু নানা জটিলতায় কোনোটাই ব্যাটে-বলে হয়নি। জিৎ দার এখানে দারুণ স্বাধীনতা পেয়েছি। জিৎ দার মতো একজন বড়মাপের নায়ক ও প্রযোজক আমার প্রতি আস্থা রেখে কাজ করতে যাচ্ছেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। তার প্রতি কৃতজ্ঞ আমি।’ অভিনেতা- অভিনেত্রীদের পর বাংলাদেশের পরিচালকদের জন্য এবার খুলে গেল কলকাতার দুয়ার। যেখানে এ সময়ে সঞ্জয় সমাদ্দারই প্রথম। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে এবার বাংলাদেশি পরিচালকরাও বড় মঞ্চে কাজ করতে পারে। খুব খুশি হব যখন আরও পরিচালক এখানকার কন্টেন্টে কাজ করবে। এর বাইরে গ্লোবাল কন্টেন্টেও আমাদের পরিচালকদের সংযুক্ত হওয়া জরুরি।’

মনুষ্যত্ব, নিয়তি, লড়াই ও পশুত্বের গল্প মানুষ। এ সিনেমায় জিৎকে একেবারে অন্যরকমভাবে হাজির করাতে যাচ্ছেন বলে জানান পরিচালক। সেই সঙ্গে সবার দোয়া চেয়ে তিনি বলেন, ‘এখানকার কন্টেন্টে কাজ করার যে সুযোগ-সম্মান আমাকে দেওয়া হয়েছে সেই সম্মানটা ধরে রাখাই আমার চ্যালেঞ্জ। তাদের পেশাদারিত্ব এর মধ্যেই আমাকে মুগ্ধ করেছে। সেই সঙ্গে আমি দারুণ আশাবাদী বিশেষ কিছুর জন্য।’ চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

সর্বশেষ খবর