মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
জন্মদিনে স্মরণ

সেলুলয়েড কবি তারেক মাসুদ

পান্থ আফজাল

সেলুলয়েড কবি তারেক মাসুদ

ইতিহাস-ঐতিহ্যের সুতা ধরে নেমে আসা এক বায়োস্কোপওয়ালা তারেক মাসুদ। তিনি শুধু একজন সিনেমার কারিগরই নন, সিনেমার ফেরিওয়ালাও। জীবনের রং, গল্প জেনে বুঝে তিনি সিনেমা বানাতেন। আবার সেই সিনেমা সবাইকে দেখানোর জন্য ছুটে বেড়াতেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনোবা দেশের সীমানা ছাড়িয়ে বাইরে। অকাল প্রয়াত এই চলচ্চিত্রকারের আজ ৬৬তম জন্মদিন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গার নুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার পরই তিনি চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। দেশে তিনিই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সূচনা করেন।   বাংলা চলচ্চিত্রকে বিশ্বদরবারে উচ্চ স্থান দেওয়ার জন্য আমৃত্যু কাজ করে গেছেন সেলুলয়েডের এই কবি। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান। আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ের মতো ছবি দিয়ে এই নির্মাতা বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন। তাঁর ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল।

তিনি সত্যিকারের দেশপ্রেমিক : ক্যাথরিন মাসুদ

‘তারেক মাসুদ ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। জাতিকে ভালোবাসার ভাবনা তাঁর সব সময় ছিল। তাঁকে একজন চিন্তাবিদও বলা যায়। দেশের মানুষ, ইতিহাস ও চলচ্চিত্র আন্দোলন নিয়ে তিনি সব সময় ভাবতেন। তিনি ভাঙ্গা ও ফরিদপুরকে অন্যরকমভাবে ভালোবাসতেন। তারেক মাসুদের মৃত্যুর প্রায় ১২ বছর পার হয়ে গেছে। তারপরও তারেক মাসুদ আমাদের সঙ্গে আছেন।’ 

 

অসমাপ্ত ‘কাগজের ফুল’ শেষ হবে কবে?

‘কাগজের ফুল’-এর জন্য লোকেশন দেখা শেষে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ এবং তাঁর সহকর্মী মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর। গুরুতর আহত হন তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ। দীর্ঘ বছর পরও ক্যাথরিন মাসুদ তাঁর স্বামীর অসমাপ্ত কাজ এখনো শেষ করতে পারেননি। ক্যাথরিন ছেলেসহ যুক্তরাষ্ট্রের শিকাগোতে রয়েছেন। তবে তিনি বাংলাদেশে ফিরে এসে ‘কাগজের ফুল’ নির্মাণে হাত দিতে চান। তিনি কলাকুশলীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানা যায়।

 

জন্মদিন উপলক্ষে কর্মসূচি

তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে তারেক মাসুদ ফিল্ম সোসাইটি, ফরিদপুর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারেক মাসুদ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক এইচ এম মেহেদী হাসান বলেন, ‘তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর নির্মিত ও তাঁর ওপর নির্মিত কিছু ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হচ্ছে আজ দুপুর ৩টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে। আমরা তারেক মাসুদ নির্মিত ‘নরসুন্দর’, ‘রানওয়ে’ ও ‘মাটির ময়না’সহ তাঁকে নিয়ে নির্মিত প্রসূন রহমানের ‘ফেরা’ দিয়ে আজকের আয়োজনটি সাজিয়েছি। এই আয়োজনে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা রাখছি।’

সর্বশেষ খবর