সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী। মুক্তিযুদ্ধের সময় মুক্তিসেনাদের দেশপ্রেমে উজ্জীবিত করেছিল তাঁর গাওয়া কালজয়ী অনেক দেশের গান। বিজয়ের এ মাসে তাঁর সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল কেমন আছেন? বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোর কথা বিস্তারিত জানতে চাই... অনেক ভালো আছি। মুক্তিযুদ্ধের সেই দিনগুলো সারা দেশের মানুষের জন্য ছিল অনিশ্চয়তার, শঙ্কার।…