বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কাজী হায়াতের অনুরোধ

শোবিজ প্রতিবেদক

কাজী হায়াতের অনুরোধ

গুণী নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। দর্শকরা তাঁকে এই পরিচয়েই চেনেন-জানেন। তবে নির্মাতার ভাষ্যমতে তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের দীর্ঘদিন পর এসে সেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি করলেন এই পরিচালক। সম্প্রতি এক অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, ৩ এপ্রিল (১৯৭১ সাল) যশোরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তখন এর নাম মুক্তিযুদ্ধ সংগঠন হয়নি। নিজে টিম গঠন করে এসডিওর কাছ থেকে তিনটি অস্ত্র নিয়ে লঞ্চ নিয়ে চলে গিয়েছিলাম যুদ্ধ করতে। যদিও যুদ্ধে অংশগ্রহণ হলো না। পথিমধ্যে শুনলাম যুদ্ধ শেষ। বাঙালিরা হেরে গেছে, দলে দলে ফিরে আসছে। আমরা স্তব্ধ হয়েছিলাম। সেই থেকে আমার ৯ মাসের যুদ্ধ শুরু। সে সময় ১৬ ডিসেম্বর আমি কলকাতায় ছিলাম। কাজী হায়াৎ বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা কিন্তু সরকারি গেজেটভুক্ত নই। আমি ভেবেছিলাম, আমার আজও ধারণা গ্রামে গ্রামে খুঁজে বের করা হবে কে মুক্তিযোদ্ধা। সেই হিসেবে আমাকে মুক্তিযোদ্ধা হতে আবেদন করতে হবে। আমাকে খুঁজে বের করতে হবে। কে কি নিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধে। আমি ভাবলেও তা হয়নি।  এই নির্মাতা আরও বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার মৃত্যুতে কী বাজাবেন তা জানি না। তবে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর