আবারও কলকাতার ছবিতে কাজ করছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কেমন লাগছে ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে ফের পর্দা জুটি হতে। এ ছাড়া সমসাময়িক নানা বিষয়ে তাঁর বলা কথা গ্রন্থনা করেছেন- আলাউদ্দীন মাজিদ দীর্ঘদিন পর কলকাতার সিনেমায় অভিনয় করছেন। এতে আপনার বিপরীতে অভিনয় করবেন জিৎ। তাঁকে নিয়ে কিছু বলুন। তারকা হিসেবে জিৎ অসাধারণ, এটি সবাই জানেন। ব্যক্তি মানুষ…