‘মুছে যাক যত জরা ব্যাধি খরা, নতুনে ভরে ওঠুক সুজলা-সুফলা ধরা।’ দেশীয় চলচ্চিত্রে খরা চলছে বিগত কয়েক দশক ধরে। যে কারণেই এ খরা চলুক, বিদায়ী বছর সেই খরায় কিছুটা হলেও স্বস্তির হাওয়া এনে দিয়েছে। সঙ্গে সঞ্চার করেছে পরাণের। শুভ সূচনাটা করেছিলেন দেবাশীষ বিশ্বাস তাঁর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’র ঘরে পা রেখে। তারপর এলো এস এ হক অলিক আর খোরশেদ আলম খসরুর ‘গলুই’।…