বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে অপির মায়ার জঞ্জাল

শোবিজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে অপির মায়ার জঞ্জাল

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায়চৌধুরী। ছবিটির প্রযোজক জসীম আহমেদ। সম্প্রতি এক সূত্রে জানা গেছে, এই সিনেমাটি অচিরেই আমেরিকায় মুক্তি পাবে। এদিকে আর্টহাউস চলচ্চিত্রের স্ট্রিমিং প্ল্যাটফরম ‘মুবি ডটকম’-এ রয়েছে জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঁসোয়া ক্রুফোর মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমাগুলো। এগুলোর পাশাপাশি ওই প্ল্যাটফরমে স্থান পাওয়া ছবিটির মাধ্যমে প্রায় ১৫ বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। ছবিটিতে তাঁর চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার অসহায় সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় ওই নারী। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাঁকে। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা হৃত্বিক চক্রবর্তী। এ ছাড়াও আছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ।

সর্বশেষ খবর