দুই বাংলার সিনে-দুনিয়ায় এই মুহূর্তে বহুল আলোচিত অভিনেত্রী জয়া আহসান। একের পর এক বাঘা বাঘা ছবি তাঁর ঝুলিতে। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে-গড়ে প্রমাণ করেছেন তিনি। ঢাকা-কলকাতার পর জয়া বলিউডের ছবিতেও কাজ করছেন। তাঁর সঙ্গে সমসাময়িক বিভিন্ন ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল জীবন থেকে তো অনেক বসন্ত চলে যাচ্ছে। এই বসন্ত কেমন যাবে? বসন্ত চলে যায়, বসন্ত তো আবার জীবনে আসে…