‘মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাব আকাশে...’ এমন চমৎকার কণ্ঠের গান শুনে শ্রোতারা চকিত চমকিত হয়ে উঠলেন, হবেনই বা না কেন, এ যে এই প্রজন্মের আকাশছোঁয়া শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কোনালের জাদুকরী কণ্ঠ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের রোমান্টিক গান মেঘের নৌকা। কোনালের সাক্ষাৎকার নিয়েছেন- আলাউদ্দীন মাজিদ শুরুতেই মেঘের নৌকা প্রসঙ্গ।…