বলিউডে আজ যারা সদর্পে কাজ করছেন তাদের বেশির ভাগ নায়িকারই হাতেখড়ি হয়েছিল দক্ষিণী সিনেমা দিয়ে। প্রথম সারির অনেক তারকা অভিনেত্রীই দক্ষিণী ফিল্মের হাত ধরে বলিউডে এসেছেন। বর্তমানে এসব তারকা বলিউড কাঁপাচ্ছেন। তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে আজকের আয়োজন- দীপিকা পাড়ুকোন প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। দীপিকা ফিল্ম ডেব্যু ২০০৬ সালে। সেটা ছিল কন্নড় ছবি ‘ঐশ্বর্য’।…