মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবি আহ্বান

 শোবিজ প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবি আহ্বান

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদানের লক্ষ্যে প্রযোজকদের কাছ থেকে আজ থেকে ১০ মে বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ দেওয়ার লক্ষ্যে সরকার থেকে গঠিত ১৩ সদস্যের জুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে এবং সেন্সর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট চলচ্চিত্রের দুই কপি ডিভিডি/পেনড্রাইভে জমা দিতে হবে। পুরস্কারের জন্য প্রস্তাবিত শিল্পী, কলাকুশলী, ব্যক্তিদের প্রত্যেকের চার কপি পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, শিশু শিল্পীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

 

সর্বশেষ খবর