নির্মাতা চেয়েছিলেন অমুক শিল্পীকে নিয়ে নির্মাণ করবেন ছবিটি। শেষ পর্যন্ত নানা কারণে অভিনয় করলেন না পছন্দের সেই শিল্পী। বাধ্য হয়েই অন্য শিল্পীকে নিয়ে কাজ করতে হলো। এতে সফলতার পাল্লাই হলো ভারী। সেই শিল্পীর অভিনয়গুণে ছবি বাজিমাত। বলিউডের এমন কিছু ছবির বদলে যাওয়া তারকাদের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ আমির খানের স্থলে সঞ্জয় দত্ত রাজকুমার হিরানি পরিচালিত সুপারহিট…