শোবিজ জগতে তারকারা অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকেন। এসব ঘটনা মজারও বটে। বলিউডে তারকাদের এমন কিছু মজার গল্প তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ স্টুডিওর গেট খুলতেন অমিতাভ ‘বিগ বি’-খ্যাত অমিতাভ বচ্চন অভিনয়ের শুরু থেকেই ছিলেন সময়ানুবর্তী। এমনও সময় গেছে যখন তিনি এত আগে এসেছেন যে, ফিল্মিস্তান স্টুডিওর গেট তিনি নিজেই খুলেছেন এবং তখন পর্যন্ত প্রহরীও আসেনি। দিলীপ…