পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ভারতে বেশির ভাগ মানুষ একে ‘বকরি ঈদ’ বলে। কারণ, এদিন তারা বকরি বা খাসি কোরবানি দিয়ে থাকে। বলিউডের মুসলিম তারকারাও যোগ দেন এ উৎসবে। কোরবানির ঈদ নিয়ে বলিউড তারকাদের মজার গল্প তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ শাহরুখ খান একবার শাহরুখ, সালমান আর সাইফকে জয়পুরের এক পশুর হাটে বিক্রি করা হয়। সত্যি। তিনটি বকরির নাম এই তিন তারকার…