প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলোতে থাকে অনুষ্ঠানের রকমারি আয়োজন। সবকটি চ্যানেল মিলিয়ে প্রচারিত হয় কয়েক শত নাটক। পাশাপাশি কিছু কিছু ইউটিউব চ্যানেলও ঈদ উপলক্ষে ইদানীং নতুন নাটক প্রচার করছে। এসব ইউটিউব চ্যানেলে কিছু নির্মাতার চটকদার সব নাটক রিলিজ করা হয়। ইউটিউবে রমরমা ভিউ বাণিজ্যের কারণে এরা টিভি চ্যানেলের তোয়াক্কা করে না। কিছু কিছু প্রাইভেট চ্যানেল অবশ্য কিছু নাটক স্বত্ববিহীন…