প্রখ্যাত পল্লীগীতি সম্রাট আব্বাসউদ্দীনের সুযোগ্য কন্যা ফেরদৌসী রহমান। যাঁকে বলা হয় চিরসবুজ গানের পাখি। প্রজন্মের পর প্রজন্মের সংগীত শিক্ষক হিসেবে যিনি সবার কাছে এক মুগ্ধতার নাম। কণ্ঠে কিংবা চেহারায় আগে যেমনটি ছিলেন এখনো ঠিক তেমনটিই রয়েছেন। এই প্রিয় ব্যক্তিত্বের জীবনের নানা জানা-অজানা বিষয় নিয়ে লিখেছেন- পান্থ আফজাল ‘এসো গান শিখি’র সেই খালামণি বিটিভির…